শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অভয়নগরে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে মধ্যযুগীয় কায়দায় ভ্যান চুরি সন্দেহে চুরির ঘটনা স্বীকার আদায়ে ইউসুফ মল্লিক (২০) নামের এক যুবককে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খা’র বাড়ি সংলগ্ন দোকানের পাশে মধ্যযুগীয় কায়দার বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের মানসিক ভারসাম্যহীন ছেলে ইউসুফ মল্লিকে ভ্যান চুরি সন্দেহে পা উপরে মাথা নীচে দঁড়ি দিয়ে বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়।

ভিডিওতে দেখা যায়, উপজেলার বাগদাহ গ্রামের বাসিন্দা আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ ৩-৪জন মিলে লোমহর্ষক এ ঘটনা ঘটায়। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শুক্রবার দুপুরে অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন