বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

আওয়ামী লীগ লুটপাট ও দুর্নীতির কারিগর : যশোরে রিজভী

নিজস্ব প্রতিবেদক যশোর

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের কাছে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন হয়ে গেছে। তারা লুটপাটকারী ও দুর্নীতির কারিগর। যা এখন প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা ও তার দোসরা লুটপাট করেছে। এরপর গণ আন্দোলনের মুখে নিজের জীবন বাঁচাতে শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

বিএনপি নেতা রিজভী বলেন, চিহ্নিত লুটপাটকারী ও বেইমান শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই শাস্তির মুখে দাঁড় করাবে। এ দেশে তার শাস্তি নিশ্চিত করতে হবে।

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর হামলার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে সংগঠনের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক, সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন