শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঢাকায় গুলিতে আহত আব্দুল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

বেনাপোল প্রতিনিধি

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত হয় যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মাঠ পাড়ার আব্দুল জব্বারের ছেলে আব্দুল্লাহ (২৩)। আব্দুল্লাহ’র বাবা একজন দিনমজুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হওয়ার পর থেকে গত ১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঢাকা সোহরাওয়াদী কলেজের রাষ্ট্র বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র।

জানা যায়, আব্দুল্লাহ ঢাকায় বোনের বাসায় থেকে লেখা পড়া করতো। গত ৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হয়। গুলিটি তার কপালে লাগে।তাকে তাৎক্ষণিক ভাবে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অস্ত্র পাচার করে (অপারেশন) তার মাথা থেকে গুলি বের করা হয়।

আব্দুল্লাহ’র অবস্থা আশঙ্কাজনক হলেও তাকে হাসপাতাল থেকে ১০ ই আগস্ট জোরপূর্বক ছাড় পত্র দেওয়া হয়।এর পর রোগী আব্দুল্লাহকে তার বেনাপোলের বাড়িতে নিয়ে আসা হয়।বাড়িতে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে ১১ ই আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

রাত ৩ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৭ টায় ভর্তি করা হয়। বতর্মানে আহত আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ১০৩ ওয়ার্ডের ৬ নং বেডে আছে। তার উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সংগঠন ও সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার দিনমজুর পিতা আব্দুল জব্বার। কোন স্বহৃদয় ব্যাক্তি সাহায্য করতে চাইলে (নগদ-০১৭৪৫০৯৮২৯৬, বিকাশ-০১৮১৮৬৪০৪৩০)।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন