শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অভয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে পানিতে ডুবে নাসিম নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলার প্রেমবাগ স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার নুর ইসলাম মোল্লার ছোট ছেলে।

জানা গেছে, ওই দিন দুপুরে নাসিম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা নাসিমকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার মাকে খবর দেয়। এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত্যু বলে ঘোষণা করেন।

পিতা নুর ইসলাম মোল্লা জানান, আমার স্ত্রী বাড়ির কাজে ব্যস্ত থাকায় কোন এক সময়ে আমার ছেলে নাসিম খেলতে যেয়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন, শিশুটির মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন