শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নবাবগঞ্জের ছাত্রলীগ নেতা সজীব হালদার বেনাপোলে আটক

বেনাপোল প্রতিনিধি

নবাবগঞ্জ ছাত্রলীগের সভাপতি সজীব হালদার(৩০) বেনাপোল আইসিপি বিজিবি সদস্যদের হাতে আটক। সজীব ঢাকার নবাবগঞ্জ জেলার নুতন রান্দুয়া এলাকার সুনীল হালদারের ছেলে।

যশোরের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প সূত্র এই তথ্য আজ বুধবার দুপুর দুইটার দিকে নিশ্চিত করেছেন।

সজীব বেনাপোল চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় ঘুরাঘুরি করছিল। এক পর্যায়ে প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্বরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসা করলে সজীব জানায় সে ঢাকা নবাবগঞ্জের ছাত্রলীগের সভাপতি। সে ভারতে পালিয়ে যাওয়ার জন্য বেনাপোলে আসে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান, সজীব নামে একজন ছাত্রলীগ নেতাকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান। খোঁজখবর রাখছি তার দ্বারা কি ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং মামলা আছে কিনা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন