শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে যানজট নিরসনে রাস্তায় নেমেছে স্বেচ্ছাসেবক ও স্কাউটরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরে যানজট নিরসনে এবার রাস্তায় নেমেছেন স্বেচ্ছাসেবকরা। সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ স্কাউটের ছেলে-মেয়েরা। তারা রীতিমত ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। যা দেখে প্রশংসা করছে সাধারণ মানুষ। শহরের দড়াটানামোড়, চিত্রামোড়, ঈদগাহমোড় ও চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে তারা দায়িত্ব পালন করছেন।

বুধবার বেলা ১টায় শহরের বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। তারা রীতিমত ট্রাফিক পুলিশের মত লাঠি হাতে দায়িত্ব পালন করছেন। একইভাবে রাস্তায় নেমেছেন রোভার স্বাউটের ছেলে-মেয়েরা। শহরের ঈদগাহ মোড়ে স্কাউটের দু’তিন জন ছেলে মেয়ে রাস্তায় দাড়িয়ে যান চলাচলের নিদের্শনা দিচ্ছেন। যা দেখে শহরবাসী সাধুবাদ জানিয়েছেন। তাদেরকে খাবার পানি কিনে দিয়ে সাহায্য করছেন। তারা এ কাজের প্রশংসা করেছেন অল্প বয়সি শিক্ষার্থী ছেলেমেয়েদের।

 

খুলনা গেজেট/এনএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন