শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোরে ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ২ টি বার্মিজ চাকুসহ এক যুবককে আটক হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল আহম্মেদ ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

যশোর জেলা (ডিবি) পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি যশোরের এসআই বিপ্লব সরকার, এসআই শাহিনুর রহমান ও আমিরুল ইসলামের সমন্বয়ে একটা টিম খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ অস্ত্র তারা কোথায় পেয়েছে এবং তাদের সাথে অন্য কারা জড়িত রয়েছে সে বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।

এ ঘটনায় এসআই বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন