সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে হিজড়ার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলার পল্লীতে মঙ্গলী (৪০) নামে এক হিজড়ার রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সাতনল গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। তবে মঙ্গলী আত্মহত্যা করেছে নাকি হত্যার শিকার হয়েছে তা স্পষ্ট নয়।

জানাযায়, উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান মঙ্গলী। সে সাতনল গ্রামে একখন্ড জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করতেন।

খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরের মধ্যে মঙ্গলীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা পুলিশকে খবর দিই। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে।

থানার উপ-পরিদর্শক হাসান জানান, আমরা মঙ্গলীর বাড়িতে গিয়ে ও এলাকায়, তার মৃত্যুর কারণ সম্পর্কে খোঁজ নিয়েছি। কিন্তু কেউ কিছু জানাতে পারেনি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন