সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরের বাঘুটিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।মৃত যুবকটি ওই এলাকার সন্তোষ দাসের ছেলে।ছেলেটির নাম বিপ্লব দাস (২৩)।

জানা যায়, বিপ্লব দাস ভাটপাড়া বাজারে তাপস জেনারেল স্টোরে কাজ করতো। গত ২৭শে জুন বৃহস্পতিবার বিকালে গোডাউন থেকে চাউলের বস্তা আনতে গেলে তার হাতে কিসে কামড় দেয়। সে মনে ভেবেছিল ইঁদুরে কামড় দিয়েছে। পরে বিষয়টি আমলে না নিয়ে সে তার কাজ করছিল। দুই তিন ঘণ্টা পার হলে সে যখন চোখে ঝাপসা দেখে তখন স্থানীয় লোকজন তাকে এক ওজার কাছে নিয়ে যায়। ওজা অবস্থা বেগতিক দেখে তাকে রাত ৯ টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। হাসপাতালে যাওয়ার পতিমধ্যে তার মৃত্যু হয়।এদিকে তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের মাতন বিরাজ করছে।

বাগুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান তৈয়্যবুর রহমান জানান, বিষয়টি পরে জেনেছি। সাপের কামড়ে বিপ্লব দাস মারা গেছে। তাদের পরিবারকে সান্তনা দিয়েছি। তার অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন করছি।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন