বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোর থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোর সদর উপজেলার চাঁচড়া সাড়াপোল গ্রামের পাটক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়েছে। রোববার(২৩ জুন) বিকেলে স্থানীয়রা দূগন্ধ পেয়ে ওই পাট ক্ষেতে গিয়ে মৃতদেহের সন্ধান পায়। পরবর্তিতে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

স্থানীয়রা জানায়, এদিন দুপুর থেকে ওই এলাকায় প্রচন্ড দূর্গন্ধ আসতে থাকে। প্রথমে তারা ভেবেছিলেন কোনো প্রাণী হয়তো মারা গেছে। পরবর্তিতে তারা সেখানে যেয়ে দেখেন এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে গিয়েছে। বেশ কয়েখদিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশের উপরের অংশ পচে গেছে। এছাড়া তার সর্বশরীর ফোলা।

এদিকে, পিবিআই এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন