সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর ‍উপজেলার বাহাদুরপুর মেহগিনিতলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে একঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, এদিন বেলা ১২ টা ১৮ মিনিটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এসময় যশোর মাগুরা সড়কের উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে এই গুদামে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক ভাঙারির জিনিসপত্র এনে জমা করে রাখতো। মঙ্গলবার সকালে হঠাৎ করে ওই গুদামে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে আনে।

যশোর ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ১১টা ৪ মিনিটে আমারা আগুনের সংবাদ পাই। এরপর যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোর সেনানিবাসের ২টি ইউনিটের সাহায্যে আমরা ১২ টার পর আগুণ নিয়ন্ত্রণে আনি।

তিনি আরও বলেন, যেহেতু এটা প্লাস্টিক সে কারণে আগুন পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাস্টিক বা কাগজে বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন