সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিকাইল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শারীরিক ও রাজনৈতিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনকে সমর্থন জানান। তিনি তার কর্মী, সমর্থক ও ভোটারবৃন্দকে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এর ফলে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। তারা হলেন, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন লাভলু (আনারস) ও প্রভাষক ফারুক হোসেন (মোটরসাইকেল)।

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ মে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচন ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিনে) অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেনের মোবাইলে কথা বলতে কয়েকদফা ফোন করা হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বন্ধ পাওয়া যায়।

খুলনা গেজেট/এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন