বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের মণিরামপুরের এড়েন্দা রাজবাড়িয়া গ্রামে সাপের কামড়ে সাকিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সাকিব উপজেলার এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

রোহিতা ইউনিয়নের এড়েন্দা রাজবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন জানান, সাকিব সম্পর্কে তার ভাইপো। সে বাবার একমাত্র ছেলে। ওইদিন সন্ধ্যায় নিজ বাড়ির সামনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সাকিব হোসেন। পাশেই ইঁদুরের ছোটাছুটি দেখতে পায়। একপর্যায়ে ইঁদুর ধরতে গর্তে হাত ঢুকিয়ে দেয় সাকিব। এসময় একটি বিষধর সাপ সাকিবের হাতের আঙুলে কামড় দেয়। তার চিৎকারে স্বজনরা তাকে এসে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। রাত ১১টার দিকে খুলনায় নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘সাপের কামড়ে যুবকের মৃত্যুর বিষয়টি আমি ফোনের মাধ্যমে শুনেছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন