সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর কারাগারে বৃদ্ধ কয়েদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদী আসামী বৃদ্ধ সাদেক আলী (৭৭) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৭ এপ্রিল) ভোররাত ৩টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দী মৃত আব্বাস আলীর ছেলে সাদেক আলী বুধবার রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কারাগারের জেলর শরিফুল ইসলাম বলেছেন, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কয়েদী আসামী সাদেক আলীর মৃত্যু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন