শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ৪ কোটি টাকার সোনাবারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরে ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বারসহ শহিদুল্লাহ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের সোমবার(১৮মার্চ) দুপুরে আটক করা হয়। আটককৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। আটক শহিদুল্লাহ ও সুমনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে বেনাপোলে যাচ্ছে চোরাকারবারীরা এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ তথ্য অনুযায়ী দুপুর আনুমানিক ২টার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক ও তল্লাশি করা হয়। এসময় ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন