শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম নজু মোল্লা (৬৯) মারা গেছেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার ভাটাপাড়া গ্রামের আঃ মালেকের ছেলে। তার কয়েদি নম্বর-৯২০৬/এ।

যশোর কারাগার সূত্রে জানা যায়, মৃত নজরুল ইসলাম ফুলতলা থানার একটি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বৃহস্পতিবার ভোর রাতে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন