সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষিত : থানায় মামলা, ধর্ষক পলাতক

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার পল্লীতে ১৪ বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। সে বি আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে শার্শা থানায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মামলা হয়েছে।

তরুনী জানিয়েছেন, সে শার্শার উপজেলার দাউদখালী গ্রামের ডাবলু রহমানের ছেলে সোহানকে ভালোবাসতো। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহান বিয়ে করবে বলে তার নানা বাড়ি কলারোয়ার গয়ড়া গ্রামে নিয়ে যায়। রাতে কাজি অফিস বন্ধ, সকালে বিয়ে হবে বলে মেয়েটিকে সেখানে সারা রাত তার নানা বাড়ি রাখে এবং শারিরিক সম্পর্ক তৈরী করে। সারারাত ধর্ষণের পর সোহান তার মামাতো বোনকে দিয়ে তরুণীকে তার বান্ধবীর বাড়ি রেখে আসে।

শনিবার সকালে তরুণীর পরিবার বান্ধবীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে সোহানের পরিবারের সাথে বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। কিন্তু সোহানের পরিবার গুরুত্ব না দেয়ায় শনিবার রাতে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং শারিরীক পরীক্ষার জন্য তরুণীকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক পলাতক থাকায় তাকে আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন