সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

এক মাসেও ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়াছিন, সন্ধান চায় পরিবার

অভয়নগর প্রতিনিধি

কিশোর ইয়াছিন মোল্যা(১৬) ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। গত এক মাস ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইয়াছিন মোল্যা অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা ভ্যানচালক মশিয়ার মোল্যা অঝোরে কাঁদতে কাঁদতে জানান, আমার ছেলে কোরআনের সাত পারা সম্পন্ন করা হাফেজ বিভাগের ছাত্র। সে বাড়ির পাশের কাদিরপাড়া এবতেদায়ী মাদ্রাসায় পড়াশুনা করতো।

সামান্য ঘটনা নিয়ে তাকে বকাবকি করায় গত রবিবার (১৪ জানুয়ারি) তারিখ মাগরিবের নামাজের পর বাড়ি থেকে ৫০০ টাকা নিয়ে এক কাপড়ে বের হয়ে যায়। তার পর থেকে আজ পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাওয়া যায় নি।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন