শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

Jashor MAp

যশোর কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৭০) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত হাবিবুর রহমান মাগুরার শালিখা উপজেলার কোটপাড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের একটি হত্যা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি হাবিবুর রহমান কারাগারের ভেতরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থপ্রতিম চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন