শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ৪০ বোতল বিদেশি মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোরে ৪০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ আব্দুর রাজ্জাক ওরফে আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা। বর্তমানে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে ভাড়া বাড়িতে বসবাস করেন।

ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ বলেন, মাদকের চালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের নতুনহাটে তল্লাশি চৌকি বসায় ডিবি পুলিশের একটি টিম। এখানে প্রাইভেট কারযোগে আসা আসামি আব্দুর রাজ্জাক ওরফে আব্দুল্লাহকে আটক করা হয়। এসময় তার গাড়ি থেকে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন