মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাড়ির ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশের এসআই বাড়ির ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম হারাধন কুন্ডু (৬৪)। তিনি মনিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত তারাপদ কুন্ডুর ছেলে।

শনিবার দুপুরের দিকে বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায়। এতে তিনি মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন। তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে থেকে জানা যায়, হারাধন কুন্ডু ৭ বছর আগে এসআই পদ থেকে অবসর গ্রহণ করেন। বিগত ৩ বছর পূর্বে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি তার গ্রামের বাড়ি ভবানীপুরে একাকী বসবাস করতেন এবং কিছুটা একাকিত্ববোধে ভুগছিলেন। এছাড়াও তিনি এক বছর পূর্বে স্ট্রোক করেছিলেন। প্রতিদিন বাড়ির ছাদে হাঁটাহাঁটি করেন।

এ ঘটনায় যশোর মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন