শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছার পল্লীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় মাহিম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ঝিকরগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত মাহিম হোসেন ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আলামিন হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিম মির্জাপুর গ্রামের রাস্তায় খেলা করছিলো। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় মাহিম বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌছানোর পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। ঢাকায় নেবার পথে ফাহিম মারা যায়।

ঘাদক ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বিপুল হোসেন (৩০) বর্তমানে পলাতক রয়েছে।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন