Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

বেনাপোল প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫, যশোর-১ শার্শা আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (০৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে তার নিজ কেন্দ্রের একটি নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোটারদের মারপিট, পুলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি আমি। আমার পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নেতাকর্মী ও সাংবাদিকদের একত্র করে বেনাপোল মাদ্রাসা কেন্দ্রের পাশে একটি নির্বাচনি অফিসে জনগণের সামনে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন