শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

বেনাপোলে অবিস্ফোরিত ১০টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি খড়ের গাদার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ১০ টি তাজা ককটেল যৌথভাবে উদ্ধার করেছে যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবি ও পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন একটি খবর আসে, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ঘটনার জন্য দূর্বৃত্তরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি খড়ের গাদায় বিপুল পরিমাণ তাজা ককটেল মজুদ করেছে। যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত উদ্ধার করে। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন