মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে আনন্দঘন পরিবেশে বই উৎসব

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শিক্ষাঙ্গনগুলোতে শিশুদের আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রধান অতিথি হিসেবে জিলা স্কুলে এ উৎসবের উদ্বোধন করেন। এরপর তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

পরবর্তীতে সকাল ১০টা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা বইয়ের ঘ্রাণ নেয় ও বিদ্যালয় প্রাঙ্গণে ছুটাছুটি করতে থাকে।

এদিকে যশোরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে থাকায় বই উৎসব করতে কিছুটা দেরি হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন