বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যশোরে সাত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ছয়টি আসন থেকে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া নির্বাচন কমিশন (ইসি) থেকে বাতিল হয়েছে আরো দু’জন প্রার্থীর।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, যশোর-১ শার্শা আসনে জাকের পার্টির প্রার্থী সবুর খান, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে জাকের পার্টির সাফারুজ্জামান, যশোর-৩ সদর আসনে জাকের পার্টির মহিদুল ইসলাম, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া আসনে জাকের পার্টির লিটন মোল্লা, যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র আমজাদ হোসেন লাভলু ও হুমায়ুন সুলতান, যশোর-৬ কেশবপুরে জাকের পার্টির সাইফুজ্জামান।

প্রার্থীরা রোববার বিকেলে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

এদিকে, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া আসনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের করা আপিলের বিষয়ে আজও উচ্চতর আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে তার মনোনয়ন ও নির্বাচন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। যশোর-৩ সদর আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের মনোনয়ন ফিরে পাওয়ার আপিল ১৫ ডিসেম্বর বাতিল করে দিয়েছে ইসি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন