মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ৮শ ২০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার  সময়ে  নদের  শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিলের  এলাকায়  এমভি আব্দুর রাজ্জাক নামের একটি  কার্গো জাহাজটি ডুবে যায়।

জাহাজের মাস্টার মুরাদ হোসেন  জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌ বন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া  এলাকায় নোঙর করে। শুক্রবার  সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়।জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত আছে। নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে।কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টারা।

মেসার্স  শেখ ব্রাদার্স পরিচালক  হাফিজুর রহমান বাবুল বলেন, গত ০৯ ডিসেম্বর ৮২০ টন কয়লা নিয়ে হাড়বাড়িয়া ঘাট ২ মোংলা বন্দর থেকে এমভি আব্দুর রাজ্জাক কার্গো জাহাজে করে নওয়াপাড়া ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া সরদার মিলস্ ঘাটে গত ১১ ডিসেম্বর এসে কয়লা খালাসের অপেক্ষায় অবস্থানরত  ১৫ ডিসেম্বর সন্ধ্যা  ৬ টার সময়ে জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজটি আংশিক ডুবে যায়। জাহাজ ডুবিতে অনেক  টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন