মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোর সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ফকু চৌধুরীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ একরামুল হক চৌধুরী ফকুর মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি যশোর শহরের চুড়িপট্টির হাজী আব্দুল করিম রোডের বাসিন্দা।

তার ভাই হাসিব চৌধুরী জানান, তিনি ৩দিন যাবৎ নিখোঁজ ছিলেন। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সর্বশেষ এদিন বিকেলে পিরোজপুরের নাজিরপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতেই আইনি প্রক্রিয়া শেষে পিরোজপুর থেকে মৃতদেহ যশোরের উদ্দেশ্যে আনা হবে বলে তিনি জানান।

তার নিখোঁজের বিষয়ে কয়েকদিন ধরেই যশোরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাদের ফেসবুক আইডিতে সংবাদ প্রচার করতে থাকেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন