শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের পাঁচ থানার ওসির বদলি যশোরের বিভিন্ন থানায়

নিজস্ব প্রতিবেদক, যশোর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। তাদেরকে জেলার মধ্যেই বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত ওসিরা হলেন, ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায়, বেনাপোল পোর্টথানার ওসি কামাল হোসেন ভূইয়াকে ঝিকরগাছা থানায়, শার্শার ওসি এসএম আকিকুল ইসলামকে অভয়নগর থানায়, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী হাসানকে মণিরামপুর থানায় ও মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায় বদলি করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় রয়েছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন