মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ট্রাক চাপা দিয়ে চালককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রাক চাপা দিয়ে চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপর ট্রাক চালকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। নিহত ট্রাক চালক লিটন তালুকদারের ভাই মামলাটি দায়ের করেছেন। সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলায় একটি ক্যান্টিনের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতের ভাই পটুয়াখালী সদর উপজেলার তেহালিয়া গ্রামের হাসান মামলায় উল্লেখ করেন, তার ভাই লিটন তালুকদার (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৯৮০) নম্বর একটি ট্রাকের চালক ছিলেন। গাড়িটি চালিয়ে যাবার পথে ৪ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকার প্রাত্যহিক ক্যান্টিনের সামনে গাড়ির একটি চাকা লিক (ব্লাস্ট) হয়ে যায়। এসময় সেখানে রেখে গাড়ির চাকা ঠিক করার সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক লিটনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক পর্যায়ে অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে বাড়ি থেকে হাসান তালুকদার যশোর জেনারেল হাসপাতালে এসে তার ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন