মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

বাবার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে বেনাপোলের কাগজপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজবাবু (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাজবাবু বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পোর্ট থানার এসআই শংকর জানান, শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোলের কাগজপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা মনির হোসেন জানান, আমি বাইপাস সড়কে কাজ করছিলাম। একটি দরকারের জন্য ছেলেকে ফোনে ডেকে নিই। কাজ শেষে বাড়ি ফেরার পথে কাগজপুকুর এলাকায় রাস্তা পার হওয়ার জন্য পাশে দাঁড়িয়েছিল। এ সময় স্টার ডিলাক্স নামে একটি পরিবহন পেছন দিক থেকে এসে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

ঘটনাটি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন