মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সন্ধ্যা রাতে পূর্ব শত্রুতায় যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের প্রাণকেন্দ্রে সন্ধ্যারাতে যুবক খুন হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাত ৮টায় শহরের বড়বাজার চুড়িপট্টিতে এ খুনের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজিন ওরফে সাজেদ (১৭)। তার বাড়ি সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামে। তিনি শহরের প্রাণকেন্দ্র বড়বাজারের চুড়িপট্টির একটি দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এদিন রাত ৮টার দিকে একই এলাকার পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জন অজ্ঞাত যুবক দোকান থেকে রাজিনকে ডেকে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির আঘাত তার বুকে বিদ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ব্যবসায়ীরা জানান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ হত্যাকারীদের চিহিৃত করতে পেরেছে। তাদেরকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন