মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিকরগাছায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা রেলস্টেশনের প্লাটফর্মের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি বেনাপোল যাওয়ার পথে ঝিকরগাছা স্টেশনের প্লাটফর্মের কাছে বজলুর রহমানের ডাল মিলের সামনে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এসময় রেললাইনে পড়ে গিয়ে ওই ব্যক্তির একটি পা দ্বি-খন্ডিত হয়ে যায় ও তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় স্থানীয়রা কেউ জানাতে পারেনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন