শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোর পুলিশ সুপারের স্ত্রীর পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার পরলোকগমন করেছেন। রোববার রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিপ্লবী রাণী জোয়ারদার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখান থেকেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জেলা পুলিশ প্রশাসন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন