মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে বিপুল পরিমান গুলি ও চাকুসহ দু’জন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গুলি, চাকু ও মাদকসহ দু’জন আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় যশোর-মাগুরা সড়কের পাশ থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার বাঘারপাড়া উপজেলার ভবানীপুর পাঠানপাইকপাড়া গ্রামের মৃত জুলফিকার মতিনের ছেলে ইসতিয়াক আহমেদ ও মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে মুকুল মোল্লা।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, আটকের পর ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্যে বাঘারপাড়ার ভবানীপুর গ্রামের মতিন এলপিজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ফিলিং স্টেশনের কাউন্টারের পিছনে আসামী ইসতিয়াক আহমেদের ঘর থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন