মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে শিক্ষক ময়মুর হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে শিক্ষক ময়মুর হোসেন মনু হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। তবে মামলায় অজ্ঞাত আসামি করা হলেও সন্দেহমূলকভাবে হাসান আলী বিশ্বাস ও তার সহযোগীরা এ হত্যা করতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী নজরুল ইনলাম যশোর শহরতলীর মুড়লী এলাকার বাসিন্দা।

মামলায় তিনি বলেছেন, তার ভাই ময়মুর হোসেন ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যশোর সদর উপজেলার মুনসেফপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন।

এরপরে তার বিয়াই বাঘারপাড়ার কেশবপুর গ্রামের হাসান আলী বিশ্বাস ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করার জন্য কিছু লোক যোগাড় করে দিতে বলেন ময়মুরকে। সে মোতাবেক ময়মুর হোসেন মনু বেশ কয়েকজন লোক যোগাড় করে দিলে তাদের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা জামানত হিসেবে গ্রহণ করেন হাসান আলী। কিন্তু চাকরি না হওয়া এবং টাকা ফেরৎ দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন হাসান আলী। ফলে ময়মুরের সাথেও তার মতবিরোধ দেখা দেয়।

গত ১০ সেপ্টেম্বর হাসান আলী টাকা ফেরৎ দেবে বলে ময়মুরকে তার বাড়িতে ডেকে পাঠান। পরদিন ১১ সেপ্টেম্বর দুপুরে হাসান আলীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ময়মুর। ওইদিন রাতেও বাড়িতে না ফেরায় থানায় জিডি করেন তার স্ত্রী। এরপর ১০ অক্টোবর বিকেলে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের পাশ থেকে ময়মুরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন