মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল চেকপোষ্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে নাজমুজ শাহাদাত বাবুল (৫০) নামে এক বাংলাদেশী ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

মৃত বাবলু যশোরের ঝিকরগাছা সদর উপজেলার মৃত অলিয়ার রহমান সরদারের ছেলে।

বন্দর সূত্রে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি এখনও ভারতে রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন