মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নড়াইল থেকে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলোচিত মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদকে (৩৮) নড়াইল থেকে আটক করেছে। সে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার মৃত বারেক শেখের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ২০০৯ সালের ১১ ডিসেম্বর জেলা পুলিশের হাতে মাদকসহ আটক হয় আব্দুস সামাদ। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এরপর কিছুদিন জেল হাজতে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে সে পালিয়ে যায়। গত ২ অক্টোবর মাদকের ওই মামলায় যশোরের একটি আদালত তাকে দোষি সাবস্ত্য করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময়ও সামাদ পালাতক ছিলেন। পরে র‌্যাব সদস্যরা নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াগাতী এলাকায় অভিযান চালিয়ে সোমবার তাকে আটক করে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন