মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে মাটির ঘরের দেয়াল ধস, চাপা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

Jashor MAp

যশোরের কেশবপুরে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে ইয়াসমিন খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তেঘরি গ্রামের কৃষক জাহাঙ্গীর মোড়লের মেয়ে ও স্থানীয় তেঘরি কওমি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল। ৬ অক্টোবর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান মোড়ল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে উপজেলার তেঘরি গ্রামের কৃষক জাহাঙ্গীর মোড়লের মেয়ে ইয়াসমিন খাতুন বাড়ির পাশে খেলা করছিল। এসময় বৃষ্টির শুরু হলে প্রতিবেশী আমজাদ আলীর মাটির গোয়ালঘরের পাশে দাঁড়ালে দেয়াল ধসে শিশুটি চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।

বিদ্যানন্দকাটি ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির দেয়ালটি ধসে পড়ে। শিশুটি সেখানে থাকায় সে দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন