মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে পানিতে ডুবে শিশু দু’ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের রফিকুল ইসলামের দুই ছেলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে শিশু পুত্র কওছার (৯) ও সোলায়মান (৫) সবার অগচরে খেলার ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর দেড়-দুই ঘন্টা পর একজনকে পানিতে ভাসতে দেখে অন্য জনকে পানির নিচে তল্লাশি চালিয়ে দুই ভাই’র মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। এরপর মা বাবা ও পরিবারের আহাজারীতে গ্রামের কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।

এলাকাবাসী জানায়, মৃত বড় ছেলেটি বাক প্রতিবন্ধি ছিল। রফিকুলের ৩ ছেলের মধ্যে কওছার ও সোলাইমান ছোট। এলাকাবাসীর ধারণা ছোট ভাই সোলায়মান পানিতে পড়লে বড় ভাই কওছার তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে সাঁতার না জানার কারনে দু’জনই ডুবে মারা যায়।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন