শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মালয়েশিয়ায় ট্রাক উল্টে শার্শার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শা উপজেলার আল মামুন জুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মালয়েশিয়ার জোহর বারুই শহরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবায়ের উপজেলার শার্শা ইউনিয়নের বলিদাহ গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে জীবিকার তাগিদে জুবায়ের মালয়েশিয়ায় যায়। সেখানে তিনি চার চাকার একটি ট্রাক চালাতেন। এদিন সকালে তিনি ট্রাকে মালামাল বোঝাই করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জোহর বারুই শহরে পৌছালে ট্রাকটি উল্টে গিয়ে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এ খবর তার বাড়িতে জানানো হয়।

শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মেদ তোতা ঘটনাটি নিশ্চিত করে বলেন, আল মামুন জুবায়েরের মৃতদেহ জোহর বারুই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তার পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। এদিকে জুবায়েরের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন