মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী আহত 

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের রেলস্টেশনে দুবর্ৃৃত্তদের ছুরিকাঘাতে আদনান (২৫) নামে যবিপ্রবি’র এক শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। তিনি শেরপুর জেলার গোপালবাড়ি গ্রামের মোহম্মদ তোফায়েল হোসেনের ছেলে ও যবিপ্রবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্র্থী। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আদনান জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি বাড়ি যাবার জন্য যশোর রেলস্টেশনে যান। ট্রেনে উঠার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে কি কারণে তার ওপর কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি আহত শিক্ষার্থী আদনান।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন