মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে রেললাইনের পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবতীকে হত্যার পর লাশ রেল লাইনের পাশে ফেলে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায় , সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে খবর পেয়ে পুলিশ, পিবিআই সহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তাকে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে।

পিবিআই যশোরের এস আই মোহাম্মদ মনির জানান, তারা বায়োমেট্রিক পদ্ধতিতে লাশ সনাক্তের চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। তিনি আরো জানান মরদেহের গলায় হাতের চিহ্ন পাওয়া গেছে। তাদেরও প্রাথমিক ধারণা হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন