মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় ১০ কেজি মাদক দ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, যশোর

যশোরে ডিবি পুলিশের অভিযানে শনিবার (১৬ সেপ্টম্বর) সকালে চৌগাছা থানার চাঁদপুর মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

ডিবি সূত্র জানায়, এস আই সোলায়মান আক্কাস, এস আই কাজী আব্দুল মান্নান ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের নেতৃত্বে ডিবির একটি টিম চৌগাছা উপজেলা এলাকায় অভিযান চালায়।

এ সময় চৌগাছা-ঝিকরগাছাগামী চাঁদপুর মোড়ে কয়েকজন যুবক পুলিশ দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এরপর ডিবি পুলিশ আসামিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

এ ঘটনায় এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন