মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মশক নিধণে ৫ বছর পর বেনাপোল পৌরসভার অভিযান 

বেনাপোল প্রতিনিধি

দীর্ঘ ৫ বছর পর আজ বুধবার (২৩ আগস্ট) বিকাল থেকে বেনাপোল পৌরসভায় মশক নিধন অভিযান শুরু হয়েছে। নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন দায়িত্ব গ্রহণের পরপরই ২টি উন্নতমানের মশক নিধন মেশিন ক্রয় করেছেন।

বিকাল থেকে বেনাপোলের ৫ নম্বর ওয়ার্ডের গাজিপুর থেকে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন মেয়র নাসির উদ্দিন। কাস্টমস অফিস, বিজিবি ক্যাম্প, পোর্ট থানা এলাকাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন অভিযান চলে। বিশেষ করে যে সব এলাকায় পানি জমে থাকে সেসব এলাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বেশী। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের সাথে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন,পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন