শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে সাবেক এমপির ভাইয়ের ঘর থেকে মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাবেক এমপি চমন আরা বেগমের ছোট ভাই বাবু খানের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (০৯ আগস্ট) বিকেলে শহরের নীলগঞ্জ এলাকার বাড়ির দরজা ভেঙে বাবুর লাশ উদ্ধার করা হয়। তিনি চিরকুমার ছিলেন। পরবর্তিতে মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম সফিকুল আলম চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। এরপর দরজা ভেঙে বাবু খানের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, চিরকুমার এক ভাই নিচের তলায় থাকতেন, অপর ভাই বাবু খান থাকতেন উপর তলায়। গত দু’দিন তার কোন সাড়া শব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। এরপর তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়, শেষে জানালা ভেঙে স্বজনরা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন