শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা-ছুটিপুর সড়কে স্বামীর চলন্ত মোটরসাইকেলে গলায় ওড়না পেচিয়ে সোনিয়া খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়ার রাসেল হোসেনের স্ত্রী।

শুক্রবার দুপুরে তিনি স্বামীর সাথে মোটরসাইকেলযোগে ছুটিপুর গ্রামে একটি দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত চৌগাছা এলাকার ইসলাম ইটভাটার সামনে এসে পৌঁছালে মোটরসাইকেলের চাকায় তার পরিহিত ওড়না পেচিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন