শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

নাশকতা মামলায় যশোর বিএনপির ২১ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনসহ ২১ নেতাকর্মী নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (২ জুলাই) নাশকতা মামলায় যশোর জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক শেখ নাজমুল আলম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী।

কারাগারে যাওয়া উল্লেখ্য অন্যান্যদের মধ্যে আরও রয়েছেন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, কাজী আজম, আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন