শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে ১৯ মামলার পলাতক আসামি হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বহুল আলোচিত ডাকাত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতি, হত্যা, ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুন) বেলা ৩টার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসান ওরফে ডাকাত হাসান যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ হেলালুজ্জামান জানান, যশোরে বহুল আলোচিত আন্তঃজেলা ডাকারদলের সরদার হাসান ওরফে ডাকাত হাসান। সে কোতোয়ালি থানায় ডাকাতি হত্যা, ছিনতাইসহ ১৯টি মামলার পলাতক আসামি। এদিন বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পালবাড়ীমোড় থেকে আটক করা হয়েছে। চিহ্নিত এ ডাকাতকে আটকের জন্য পুলিশ দীর্ঘদিন  ওৎ পেতে ছিল।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন