মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া মজুমদার অটো রাইচ মিলের পেছেনে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারী ফিরোজা বেগম মনিরামপুর উপজেলার ঠাকুরীয়া ইউনিয়নের প্রতাপকাটি গ্রামের মহসিন গাজীর মেয়ে।

স্থানীয়রা জানায়, নিহত নারী পেশায় একজন চুন কারখানার শ্রমিক ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় মজুমদার অটোরাইচ মিলের পিছনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তার মাথা ও শরীর বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার এস আই গোলাম বলেন, স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে তিনি জিআরপি পুলিশকে খবর দেন। তারা মরদেহ উদ্ধার করেন।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন